Panchayat Election : ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস এবার নদিয়ায় আক্রান্ত BJP বিধায়কের পরিবার
WB Panchayat Election 2023 :পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। এবার, নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে আক্রান্ত হল রানাঘাট (Ranaghat) দক্ষিণের বিজেপি (BJP) বিধায়কের পরিবার। বিধায়ক মুকুটমণি অধিকারীর মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (tmc) বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় ২ পক্ষের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।