Top News: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা। আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন | ABP Ananda Live

Panchayat Election : পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা। আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ৪জন জওয়ান। শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ। 

পঞ্চায়েত ভোটে অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল। সন্ত্রাস নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, খবর সূত্রের।

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক।

পঞ্চায়েতে ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেসের সভাপতি খাড়গে। (বাইটঃ সন্ত্রাসের নিন্দা করছি, অবাধ ও স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত, অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না)

যেখানে বাহিনী সেখানে মৃত্যু হয়নি। দু-এক জায়গায় শূন্যে গুলি, স্টান গ্রেনেড ব্যবহার। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি কমিশন। বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির।

দিল্লির সঙ্গে মমতার সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপির প্রতিবাদ করা উচিত। বিস্ফোরক অধীর। বাহিনীকে বসিয়ে রেখে চা খাওয়ানো হয়েছে। দাবি দিলীপের।

দিনহাটায় মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে খুন ছেলে। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, সিবিআই চায় পরিবার। 

পঞ্চায়েতে নির্বাচনে লুঠ, ভোট দিতে না পারার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পরপর গাড়ি ভাঙচুর-আগুন বিরোধীদের।

ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। মালদার গাজোলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস! কী হবে ৬৯৬টি বুথের পুনর্নির্বাচনে? গ্রামে গ্রামে এবিপি আনন্দর ক্যামেরা। কার দখলে গ্রাম বাংলা, সকাল ৭।

ভোট সন্ত্রাসে রক্তস্নান! বদলাবে না বাংলার ট্র্যাডিশন! ‘আমরা যেভাবে ভোট করছি, দেশের কোথাও এমন হয় না’। বিস্ফোরক তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IG হুমায়ুন কবীর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

‘দেওয়া হয়নি সংবেদনশীল বুথের তালিকা’। কেন্দ্রীয় বাহিনী বিতর্কে কমিশনের দিকেই আঙুল তুলল বিএসএফ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

ভোট মিটতেই জল্পনা বাড়িয়ে দিল্লি গেলেন রাজ্যপাল। আজ প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচন, ফের ফিরবে হিংসা ? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

 মঙ্গলে খুলবে ব্যালট বক্স, কী রায় গ্রাম বাংলার? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola