Thakur Nagar Chaos: ভোটের মুখে ফের ঠাকুরনগরে তুলকালাম, শান্তনুর দেওয়া তালা খুলে ভিতরে ঢুকল পুলিশ

ABP Ananda Live: মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে? এই নিয়ে লোকসভা ভোটের (lok sabha  election)আগে কোন্দলে জড়ালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (shantanu thakur)ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর(mamatabala thakur)। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভাঙা এবং সশস্ত্র দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বিজেপি প্রার্থী ও তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ-সহ ১৪ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। রাতে ঠাকুরবাড়িতে যান বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। মমতাবালার বিরুদ্ধে পাল্টা ঘর দখলের অভিযোগ তুলেছেন শান্তনু ঠাকুর। হেরিটেজ ঘোষণার দাবিতে রাতে বড়মা-র ঘরে তালা লাগিয়ে দেন শান্তনুর অনুগামীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola