BJP: 'এই পুলিশকে দিয়েই আগামী দিনে এনকাউন্টার করাব', হুমকি দিয়ে বিতর্ক বাধালেন বিজেপি বিধায়ক
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের এনকাউন্টারের (Encounter) হুমকি দিয়ে বিতর্ক বাধালেন বিজেপি (BJP) বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumdar)। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল (TMC)। উনি কী বলেছেন, না শুনে মন্তব্য করব না, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।