Panchayat Election: নির্বাচনে ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম সংগ্রামী যৌথ মঞ্চের |ABP Ananda LIVE
WB Panchayat Election 2023: এবার ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছেন সেখানে। সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) সহ বিভিন্ন সংশ্লিস্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে। শহিদ মিনারের ডিএর (DA) ধর্নামঞ্চ থেকে চলছে মনিটারিং।