Panchayat Election: 'প্রত্যেক মৃত্যুর দায় রাজ্য নির্বাচন কমিশনারকে নিতে হবে', হুঁশিয়ারি সেলিমের
মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা (West Bengal), ভাঙড়ে (Bhangar) নিহত ২। ভাঙড়ে গুলি-বোমার লড়াই, নিহত ১ আইএসএফ ও ১ তৃণমূলকর্মী। চোপড়ায় (Chopra) বাম-কংগ্রেসের উপরে হামলা, ২জন খুনের অভিযোগ সিপিএমের (CPIM)। চোপড়ায় কেউ খুন হননি, আহত একজন ভেন্টিলেশনে, পাল্টা দাবি পুলিশের। 'প্রত্যেক মৃত্যুর দায় রাজ্য নির্বাচন কমিশনারকে নিতে হবে', হুঁশিয়ারি সেলিমের