Panchayet Election 2023: 'পঞ্চায়েত ভোটে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে', মন্তব্য় রাজ্য়পালের। ABP Ananda Live

ভোট-হিংসা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ রাজ্যপালের। 'পঞ্চায়েত ভোটে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে'। 'খুনি কে? রাজ্য নির্বাচন কমিশনার আপনার জানা উচিত'। 'ভোটের সময় আপনি মানুষের জীবনের রক্ষাকর্তা'। 'শান্তিপূর্ণ নির্বাচন করতে আপনাকে সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে'। 'তারপরেও অবাধে হিংসা হচ্ছে, রক্ত ঝরছে, প্রাণহানি হচ্ছে'। 'ক্যানিং, ভাঙড়, কোচবিহার, মুর্শিদাবাদ, সর্বত্র একই ছবি'। 'বাংলার পরিস্থিতি দেখলে শেক্সপিয়রও বলতেন, 'নরক শূন্য, সব শয়তান এখানে''। বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন আপনি কর্তব্য পালন করবেন'। 'আপনি কি আপনার কর্তব্য পালন করতে পেরেছেন?'। 'রাজ্য নির্বাচন কমিশনার, আপনি মানুষের কাছে, সংবিধানের কাছে পাপ করেছেন'। 'আমি আপনাকে নিয়োগ করেছিলাম, আপনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola