Panchayat Election :'সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়', বার্তা রাজ্য়পালের | ABP Ananda LIVE
CV Anand Bose: সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়। অশান্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ভোটের দিন গ্রাউন্ড জিরো থেকে এমনই বার্তা দিলেন রাজ্য়পাল। আজ সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সিভি আননদ বোস। শোনেন বিরোধীদের অভিযোগ। ভোট সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান হাসপাতালে।