Saokat Molla: তৃণমূল কর্মী জিরারুল মোল্লাকে খুন, কী প্রতিক্রিয়া সওকত মোল্লার? ABP Ananda Live

Continues below advertisement

গুলি করে যুব তৃণমূল কর্মীকে খুনের পরের দিনই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। গাগরামারি এলাকায় ভোট প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে নির্দলদের সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। তৃণমূলের প্রার্থী হয়েছেন আনারুল সর্দার, অন্যদিকে, টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মুজিবর শেখ। এই দুই প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সকালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গ্রামে যায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল ভোটের টিকিটকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে তৃণমূল-যুব তৃণমূলের বিবাদে খুন হন যুব তৃণমূল কর্মী জিরারুল মোল্লা। অন্যদিকে, নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী-সহ ২। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় ৬ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ইব্রাহিম মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর সঙ্গী তৃণমূল নেতা ওহিদুল মোল্লাও জখম হন। রাতে ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত সওকত মোল্লা, আরাবুল ইসলাম-সহ দলীয় নেতৃত্ব। যদিও আইএসএফের দাবি, এলাকায় সংগঠন দুর্বল জেনে মিথ্যা দোষারোপ করছে শাসকদল। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram