Lok SabhaVote: TMC-র নিশানায় রেখা, রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের হাত ধরার অভিযোগ
ABP Ananda LIVE: রাজ্য সরকারের প্রকল্পের (west benagl scheme)সুবিধা নিয়ে, দিল্লির(delhi) জমিদারদের সঙ্গে বোঝাপড়া! বসিরহাটের(basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্রর (rekha patra)স্বাস্থ্যসাথী কার্ডের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে, তাঁকে দ্বিচারী বলে নিশানা করল তৃণমূল। সরকারি সুযোগ-সুবিধা পেতে গেলে কি তাহলে তৃণমূল করতে হবে? প্রশ্ন তুলেছে বিজেপি। দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছেন রেখা পাত্র।
Tags :
Lok Sabha Election Sandeshkhali Mamata Banerjee ABP Ananda LIVE /West Bengal MAMATA BANERJEE Narenra Modi