Mahua Moitra:'আমরা যে রকম রোজ পুজো করি, ওরা সে রকম প্রত্যেক দিন মামলা দায়ের করে', ED-কে কটাক্ষ মহুয়ার।ABP Ananda LIVE

Continues below advertisement

'আমাদের যেমন ছাত্র-যুব সংগঠন রয়েছে, তেমনই বিজেপির ইডি-সিবিআই-এনআইএ রয়েছে ', কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। সঙ্গে বললেন, 'আমরা যে রকম রোজ পুজো করি, ওরা সে রকম প্রত্যেক দিন মামলা দায়ের করে। কিছু যায় আসে না।' এবার ইডি আরও মামলা দায়ের করে মহুয়ার বিরুদ্ধে। 'ফেমার' পরে এবার 'পিএমএলএ'-র ধারায় মামলা। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে ইডির তদন্ত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram