Lok Sabha Eelection:ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর পর এবার তড়িৎ তোপদারের বাড়িতে গেলেন BJP প্রার্থী
ABP Ananda LIVE: পার্থ ভৌমিকের (Partha Bhowmick)পর অর্জুন সিং(Arjun Singh)। ব্যারাকপুরের (Barrackpore)তৃণমূল প্রার্থীর পর এবার তড়িৎ তোপদারের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী। ২০২৪-র লোকসভা ভোট ঘোষণা হতেই ব্যারাকপুরের সিপিএমের প্রাক্তন সংসদের বাড়িতে বিরোধী প্রার্থীদের আনাগোনা বেড়েছে। বৃহস্পতিবার তড়িৎ তোপদারের বাড়িতে গিয়েছিল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এবার গতকাল গেলেন তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।