Rachana Vs Locket:'জিতলে আমার অনুষ্ঠানে আগে ডাক পাবেন এই জেলার মানুষ', প্রচারে আশ্বাস রচনার।ABP Ananda LIVE
জিতলে টেলিভিশনে আমার অনুষ্ঠানে আগে ডাক পাবেন এই জেলার মানুষ। কারণ তাঁরা আমাকে ভোটে জিতিয়েছেন। বসন্ত উৎসবের মঞ্চ থেকে এভাবেই প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
Tags :
BJP Candidate Locket Chatterjee Elections 2024 Loke Sabha Election 2024 Loke Sabha Election TMC Candidate Rachana Banerjee In Poll Campaign 2024