Panchayat Polls : ফল প্রকাশের পরও অশান্তি থামার নাম নেই ! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত হাওড়ার শ্যামপুরের বেতবেড়িয়া এলাকা
ফল প্রকাশের পরও অশান্তি থামার নাম নেই। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত হয়ে উঠল হাওড়ার শ্যামপুরের বেতবেড়িয়া এলাকা। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, এমনকী অ্য়াসিডের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ, ঘটনাস্থলে যান উলুবেড়িয়ার এসডিপিও ঘটনায় ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। সকালেও থমথমে বেতবেড়িয়া এলাকা, মোতায়েন রয়েছে পুলিশ
Tags :
Elections Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result