Lok Sabha Election: লোকসভা ভোটের আগে বাগযুদ্ধে জড়ালেন কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda LIVE: ভোটে(lok sabha election) কি তৃণমূল(tmc) সাহায্য করছেন বিজেপির (bjp)জেলা সভাপতি। এই প্রশ্নকে কেন্দ্র করেই, বাগযুদ্ধে জড়ালেন কুণাল ঘোষ(kunal ghosh) এবং সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় (sudip banerjee)। গতকাল কুণাল ঘোষ দাবি করেন, উত্তর কলকাতায় বিজেপি সভাপতি তাঁদের সাহায্য় করছেন। যদিও সুদীপ বলেন, কারও সাহায্য় লাগবে না, তাঁকে জেতাতে কাউন্সিলররাই যথেষ্ট। যা নিয়ে আজ ফের মুখ খুললেন কুণাল ঘোষ। দলের বিদায়ী সাংসদ ও এবারের প্রবীণ প্রার্থীকে নীতিশিক্ষারও পাঠ দিলেন তিনি!
Tags :
West Bengal Lok Sabha Election Sudip Banerjee ABP Ananda LIVE Tmc News TMC Inner Clash /West Bengal KUnal Ghosh