Kunal Ghosh:'২৬ মার্চ এনআইএ-র এসপির বাড়িতে যান বিজেপি নেতৃত্ব', বিস্ফোরক দাবি কুণালের।ABP Ananda LIVE
Continues below advertisement
'২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। কাকে কাকে গ্রেফতার করতে হবে, তালিকা তুলে দেয় বিজেপি। এনআইএ এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সন্ধে সাড়ে ৬টায় এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান জিতেন্দ্র। ভোট ঘোষণার পর আচরণ বিধি চলাকালীন এনআইএ-র এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা। সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে,' বিস্ফোরক দাবি তৃণমূলের। পুলিশের কাছে এফআইআর করে তদন্ত দাবি। ভিডিও দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা দাবি জিতেন্দ্রর।
Continues below advertisement
Tags :
Election 2024 Kunal Ghosh Points At Jitendra Tiwari NIA BJP Alleged Financial Transaction Kunal Ghosh Sensational Claim