Abhishek Banerjee:রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক।ABP Ananda LIVE
রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ মার্চ থেকে 'জন গর্জন সভা' শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক। ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে 'জন গর্জন সভা' তৃণমূলের। ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক।
২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি সভায় ১ লক্ষ মানুষের সমাবেশের লক্ষ্যমাত্রা রাখছে তৃণমূল। সভায় বিশেষ ভাবে তুলে ধরা হবে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার কথা।
Tags :
Lok Sabha Election 2024 DISTRICT TMC MP Abhishek Banerjee Starts Electoral Campaign Janagarjan Meeting