Modi On TMC:'এই মুহূর্তে ভারতের সবথেকে বড় কেলেঙ্কারি মোদি-আদানি দুর্নীতি', প্রধানমন্ত্রীর তোপের পাল্টা শান্তনুর।ABP Ananda LIVE
'পশ্চিমবঙ্গের মানুষ বার বার তৃণমূলের উপর আস্থা দেখিয়েছেন, বদলে বার বার বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল', কৃষ্ণনগরের সভায় তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 'এই মুহূর্তে ভারতের সবথেকে বড় কেলেঙ্কারি মোদি-আদানি দুর্নীতি', পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।