LokSabha Election 2024: অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। ABP Ananda live
TMC Nerws: ভোটে (Loksabha Election 2024) খরচের টাকা কোথায় গেল? হিসেব চেয়ে এবার অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC News) কর্মীরা।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ভগবন্তপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। বিক্ষোভের ইন্ধন জুগিয়েছেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ, দাবি অঞ্চল সভাপতির। পাল্টা ব্লক সভাপতির দাবি, অঞ্চল সভাপতি চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়ার ঘনিষ্ঠ, ভোটের টাকা তাঁর কাছে পৌঁছলেও তিনি সঠিকভাবে খরচ করেননি। এই নিয়ে মন্তব্য করতে চাননি চন্দ্রকোণার তৃণমূল বিধায়ক। কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর। অন্য়দিকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরা। কলকাতায় দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন। আর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী বিঁধেছেন দলের একাংশকে। ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'যাঁরা বলেছিলেন ইউসুফ হারবে, ফলপ্রকাশের পর তাঁরা এখন কৃতিত্ব নিচ্ছেন'। 'বেলডাঙা থেকে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে'। দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ABP Ananda Live