Biman Banerjee: জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে জট, আগামীকাল বিধানসভার অধিবেশন। ABP Ananda Live

West Bengal Assembly: উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে, সব জানা যাবে কাল'। কেউ যদি ভাবেন আমরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না। জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আজও ধর্নায় দুই নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। কলকাতায় ফিরল কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়দের দাবি, দিনদশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দেয়। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola