Panchayat Election:দেওয়াল লিখন ঘিরে জামুড়িয়ায় TMC- র ব্লক সভাপতি ও BJP- র মণ্ডল সভাপতির হাতাহাতি
Panchayat Election 2023:পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়া ২ নম্বর ব্লকে দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল (TMC) ব্লক সভাপতি ও বিজেপির (BJP) মণ্ডল সভাপতির মধ্যে হাতাহাতি। ভাইরাল ধাক্কাধাক্কির ভিডিও। দু’পক্ষই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ঘোলায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের।