Lok Sabha Election: 'রাজ্যে শান্তিপূর্ণ ভোটের ক্ষেত্র প্রস্তুত', বললেন কুণাল ঘোষ। ABP Ananda live
Kunal Ghosh: 'রাজ্যে শান্তিপূর্ণ ভোটের (Lok Sabha Election 2024) ক্ষেত্র প্রস্তুত', বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission Of India)। দুপুর ৩টেয় ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এবার ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট, ভোট শুরু হতে পারে ১৬ এপ্রিল, শেষ হতে পারে ১৭ বা ১৮ মে। ABP Ananda Live
Tags :
TMC Spokesperson Kunal Ghosh Lok Sabha Election 2024 Kunal Ghosh Comments On Lok Sabha Election