Panchayat Election : পঞ্চায়েত ভোটে জয়জয়কার তৃণমূলের, তাও বিরাম নেই সন্ত্রাসে

Continues below advertisement

ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর।গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মী।পুলিশ সূত্রে খবর, বোমার আঘাতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়ে। অভিযোগ, জেলা পরিষদের আসনে আইএসএফ এগিয়ে থাকায় পুনর্গণনার দাবি জানায় তৃণমূল। এই নিয়ে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রে ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। এর মধ্যেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। শুরু হয় বোমাবাজি। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। এলাকায় এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো, ভাঙা কাচ।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram