TMC: গ্রাম পঞ্চায়েত ভোটে একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! ABP Ananda Live

Continues below advertisement

গ্রাম পঞ্চাপঞ্চায়েত ভোটেে একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! পঞ্চায়েতের ১৮ হাজার ৫৯০ আসনে জয়ী তৃণমূল। বিজেপির দখলে ৪ হাজার ৪৭৯টি গ্রাম পঞ্চায়েতের আসন। সিপিএমের দখলে ১ হাজার ৪২৬টি আসন, কংগ্রেস ১ হাজার ৭১টি আসন। গ্রাম পঞ্চায়েতের ১ হাজার ৮৩৩৫টি আসন জিতেছে অন্যান্যরা। শুভেন্দুর গড় নন্দীগ্রামে একের পর এক পঞ্চায়েত দখল বিজেপির। নন্দীগ্রাম বিধানসভার ১৭ আসনের ৭টি-তে জয়ী বিজেপি, ৩টি-তে জয়ী তৃণমূল। বাঁকুড়া জেলা পরিষদের ৯টি আসনে জয় বিজেপির। এখনও পর্যন্ত রাজ্যের ৫৮টি পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল। দার্জিলিঙে অনিত থাপার বিজিপিএম-এর দখলে ৩৩ টি গ্রাম পঞ্চায়েত। দার্জিলিঙে ১টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, অন্যান্যদের দখলে ৩টি এবং ত্রিশঙ্কু ১টি। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। পুরুলিয়ার আরশা ব্লকের মানকিয়ারা গ্রাম পঞ্চায়েত জিতল কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram