Panchayat Election : ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসা, তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ
ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসা। কুলতলির কুন্দখালি গোদাবর এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ, বাঁচাতে গেলে আক্রান্ত তৃণমূল কর্মীর ছেলেও। হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী অময় সর্দারের অভিযোগ, গতকাল সকালে সিপিএম ও বিজেপির দেওয়া ভোটার স্লিপ অস্বীকার করায়, রাতে তাঁর বাড়িতে চড়াও হয় বিরোধীদলের দুষকৃতীরা। তৃণমূল কর্মীকে কোপানোর পাশাপাশি, তাঁর ছেলে বিশ্বজিতকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তবে এখনও কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বাম-বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি।
Tags :
Elections Election Commission Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023