Panchayat Election : দিনহাটায় ২ কংগ্রেস কর্মীকে ধারাল অস্ত্রের কোপ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Continues below advertisement
WB Panchayat Election : দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ।হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভোটের আগে এলাকায় উত্তেজনা। কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া চলাকালীন হামলা, অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্ত্রী-র। তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় মুকুল রহমান এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন। ২ আহতর নাম আরশাদ রহমান, রুমন রানা। একদনের আঘাত মাথায়, অন্যজনের পায়ে অস্ত্রের কোপ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ| ABP Ananda LIVE
Continues below advertisement
Tags :
Panchayat Election CONgress Panchayat Election 2023 COOCHBEHAR West Bengal Panchayat Election