Panchayat Election: বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন
বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন। এলাকায় বোমাবাজির অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু। মৃতের নাম আনিসুর ওস্তাগার। বোমাবাজির সময় ভোটের লাইনে দাঁড়ানোর সময় মৃত্যু। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু
Tags :
Elections Panchayat Election Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Poll 2023 Panchayat Election 2023