Panchayat Election: সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী, বিতর্ক চরমে

মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর বিদেশে বসে মনোনয়ন দাখিলের অভিযোগ। সৌদি আরবে বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি? বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা, আজই শুনানির সম্ভাবনা। মইনুদ্দিনের বিরুদ্ধে ভোটের বিজ্ঞপ্তি জারির আগের দিন দেশ ছাড়ার অভিযোগ। '৪ জুন সৌদি আরবে যান মইনুদ্দিন গাজি, ফিরবেন ১৬ জুলাই, উল্লেখ হজ কমিটির তথ্যে। হজ কমিটির তথ্য অনুযায়ী সশরীরে মনোনয়ন জমা দেওয়া মইনুদ্দিনের পক্ষে অসম্ভব', শাসকদলের সঙ্গে বিডিওর যোগসাজশেই বিদেশে থেকেও মনোনয়ন, অভিযোগ মামলাকারীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola