Panchayat Election:অপসারণের নির্দেশ ছিল অভিষেকের,কাঁথির ২ 'নির্দল'-র বিরুদ্ধে প্রার্থী দিল না তৃণমূল

Continues below advertisement

WB Panchayat Election: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অপসারিত তৃণমূল (TMC) নেতা-নেত্রীদের নাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় থাকলেও, শেষপর্যন্ত মিলল না দলীয় প্রতীক। ফলে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন কাঁথির (Contai) মারিশদা পঞ্চায়েতের অপসারিত প্রধান। অন্যদিকে, কাঁথি ২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের অপসারিত অঞ্চল সভাপতি। আশ্চর্যজনকভাবে এই দুটি আসনে কোনও প্রার্থী দেয়নি তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram