Panchayat Poll 2023:'ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল' নদিয়ার শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ স্থানীয়দের
ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল। ভোট দিতে গেলে হুমকি, ভয় দেখানো হচ্ছে। পুনর্নির্বাচনের দিন, এই অভিযোগে, নদিয়ার শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। এরইমধ্য়ে, এক তৃণমূল আশ্রিত দুষকৃতীর বাইক পাকড়াও করে ব্য়াপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। যদিও সেই দুষ্কৃতী চম্পট দেয় বলে দাবি।
Tags :
Elections Protest Nadia Bangla News Bangla News Live By Poll ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Panchayat Election 2023 ABP Ananda Bengali News - Bengali News