Humayun Kabir: নির্দলদের সমর্থনে পথে নামলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলকে
প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভ। আব্দুল করিম চৌধুরীর (Abdul Karim Chowdhury) সুরেই, এবার নির্দলদের সমর্থনে পথে নামলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। কার্যত দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। জবাব দিয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) জেলা তৃণমূল সভাপতি।