Panchayat Election: ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর | ABP Ananda LIVE
Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের (TMC) উপর বীতশ্রদ্ধ বলাগড়ের (Balagarh) বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের। 'বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল', 'কিন্তু আগের চাকরির পেনশন (Pension) ও গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না', 'বিধায়ক পদ ছাড়লে খাব কী?', 'পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব', 'এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি (Politics) আমার মতো মানুষের জন্য নয়', ফেসবুক পোস্ট (Facebook Post) বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে ব্লক সভাপতির সঙ্গে সংঘাত বিধায়কের। ABP Ananda LIVE
Tags :
Panchayat Election TMC Panchayat Election 2023 Politics #POLITICS West Bengal Panchayat Election