Lok Sabha Election: নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের ভোটদানে বাধা! বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ। তৃণমূল সমর্থক ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এক নজরে নন্দীগ্রাম
মা খুন হয়েছেন, ভাই হাসপাতালে। তিনিও খুন হতে পারেন, আশঙ্কার কথা জানিয়েও ভোট দিতে গেলেন নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ির মেয়ে মঞ্জু আড়ি। পুলিশের ওপর ভরসা নেই, বিজেপির ওপর আক্রমণ চলছে। এরপর দিল্লি যাব নালিশ জানাতে, মায়ের খুন ও ভাইয়ের ওপর হামলার ঘটনায় CBI তদন্ত চাইলেন নিহত বিজেপি কর্মীর মেয়ে।
তমলুক লোকসভার নন্দীগ্রামের মনসাবাজারে দুটি বুথে তৃণমূলের এজেন্ট নেই। ভোটারদেরও আটকানো হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে মনসাবাজারের সাউদখালি ভজহরি বিদ্যালয় বুথেই ভোট দেওয়ার কথা ছিল নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ি ও তাঁর ছেলে বিজেপি নেতা সঞ্জয় আড়ির। এই বুথে শুধু বিজেপি ও নির্দলের এজেন্ট রয়েছে। পাশের সাউদখালি জালপাই সাত্যয়িক বিদ্যালয়ের বুথেও একই অবস্থা। সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, তৃণমূল লজ্জায় এজেন্ট দিতে পারেনি।