TMC Clash: পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূল বনাম যুব তৃণমূলের লড়াই
পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূল বনাম যুব তৃণমূলের লড়াই। তৃণমূল নেতার অনুগামী নির্দল প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ যুব তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন বাসন্তী থানার এএসআই রঞ্জন দে। সংঘর্ষে আহত হয়েছেন এক তৃণমূল কর্মীও। পরস্পরের উপর দোষ চাপিয়েছে শাসকদলের বিবদমান দুই গোষ্ঠী। এই ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
Tags :
West Bengal Politics Congress TMC BJP CPIM Panchayat Election In Bengal Bengal Panchayat Election