Panchayat Election: হাওড়ার কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা', কী বললেন বিডিও? | ABP Ananda LIVE
WB Panchayat Election: ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা'! কলেজের বাউন্ডারি ওয়ালে ৬ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া অংশ ভাঙা। বিরোধীদের নজরে এলে এলাকায় উত্তেজনা। শাসকের বিরুদ্ধে ব্যালট লুঠের পরিকল্পনার অভিযোগ। রাতে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি-সিপিএম-নির্দল প্রার্থীদের সমর্থকদের। কর্মীদের যাতায়াতের জন্য দেওয়াল কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দাবি বিডিও গার্গী দাসের