Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত গ্রামবাসীদের | ABP Ananda LIVE
Panchayat Election 2023: পুসন্ত্রাসবিদ্ধ ভাঙড়ে ভারী বুটের আওয়াজ কেন্দ্রীয় বাহিনীর। মালদায় (Malda) বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত, ভোটারদের সঙ্গে কথা। হাওড়া (Howrah), নানুরে (Nanure) কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।