Voter Hawa: ঐতিহ্য আর অহংকারের প্রতীক কোচবিহার, তৃণমূল না বিজেপি, দুর্গ কার দখলে এবার?
ঐতিহ্য আর অহংকারের প্রতীক কোচবিহার, তৃণমূল না বিজেপি, দুর্গ কার দখলে এবার? ২০১৯ সালের লোকসভা ভোট বিজেপি পায় ৪৭.৯৮ শতাংশ ভোট, তৃণমূল ৪৪.৪৩, ফরওয়ার্ড ব্লক পায় ৩.০৭ শতাংশ এবং কংগ্রেসের ঝুলিতে যায় ১.৮৫ শতাংশ ভোট। এবারও এই আসনে নিশীথ প্রামাণিককেই প্রার্থী করেছে বিজেপি।