Voter Hawa: উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক জুড়ে ছড়িয়ে আছে বসিরহাট, জয়ের হাসি হাসতে পারে কোন দল?
উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক জুড়ে ছড়িয়ে আছে বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্র। বাম-বিজেপির বিরোধিতার মাঝেও বসিরহাটে শেষ পর্যন্ত তারাই জয়ী হবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল। এদিকে, সন্দেশখালিকে সাহস জুগিয়েছে বিজেপি, প্রচারে বেড়িয়ে দাবি করছেন বিজেপি প্রার্থী। শনিবার বসিরহাটের বাসিন্দারা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সব দলের প্রচারে ঘুরে ফিরে আসছে সন্দেশখালির আন্দোলনের।