West Bengal Election 2021: 'মন খুলে কাজ করতে চাই', বিজেপিতে যোগ দিয়ে জানালেন যশ দাশগুপ্ত, 'যাঁরা যাচ্ছেন তাঁরা যাক', মন্তব্য নুসরতের

Continues below advertisement

 বিজেপিতে যোগ দেওয়ার পর শুক্রবার অমিত শাহর সঙ্গে দেখা করেন যশ দাসগুপ্ত (Yash Dasgupta)। তিনি বলেন, 'পুরোটা সময় রাজনীতিকেই দেব, মন খুলে কাজ করতে চাই।' একই দিনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া হিরণ (Hiran Chatterjee) বলেন, ৪৪ বছর ধরে বাংলা লক্ষ্মীহারা। এখন অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে হবে। টলি তারকাদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন, যাঁরা যাচ্ছেন তাঁরা যাক। যাঁরা দিদিকে ভালবাসে, তাঁরা দিদির জন্য সব সময় কাজ করবে।

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram