Narendra Modi: 'আমার কোনও সিদ্ধান্ত কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়..', কী বললেন নরেন্দ্র মোদি ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমার কোনও সিদ্ধান্ত কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়', 'আমি সিদ্ধান্ত নিই দেশের সামগ্রিক উন্নতির জন্য' 'আমি সময় নষ্ট করতে চাই না', 'আমি সবকিছু করে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করে চলেছি'
'দুর্নীতি রুখতে যা হয়েছে, সেটা ট্রেলার, আমি মানুষের জন্য আরও কাজ করতে চাই', এটা দুর্ভাগ্য যে, প্রতিশ্রুতি দিলে নেতারা সেটা পূরণ করেন না' 'এক নেতা সেদিন বললেন, এক ঝটকায় দারিদ্র দূর করব' , 'যাঁরা ৫-৬ দশক ধরে কিছু করলেন না, এক ঝটকায় করবেন কী করে!' 'নেতারা যে প্রতিশ্রুতি দেন, সেটা পূবরণ করা উচিত' , 'আমি সেই গ্যারান্টি দিতে চাই', '৩৭০ রদ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, করে দেখিয়েছি'
'৩ তালাকের ক্ষেত্রেরও যা বলেছিলাম তাই করেছি', 'যদি প্রতিশ্রুতি পূরণ করতে না পারি, তাহলে সরে যাব', মন্তব্য মোদির 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram