WB Election 2021: বাতিল ঋতব্রত মুখোপাধ্যায়ের নাটক, শাসকের রোষে শিল্প? অভিযোগ অভিনেতার

Continues below advertisement

ফের কী শাসকের রোষে শিল্প? অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের (Ritabrata mukherjee) একটি ফেসবুক পোস্ট ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে এই জল্পনা। শুক্রবার কল্যানীর নাট্য চর্চার কেন্দ্রে ঋতব্রতর একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। নাটকের নাম 'দেশের নামে'। ঋতব্রতর ফেসবুক পোস্ট অনুযায়ী নাটকের একটি সংলাপ রয়েছে 'মানুষের জন্য, দেশের জন্য কিছুই করেনি। যা করেছে নিজেদের জন্য।' ঋতব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ নাটক মঞ্চস্থ হওয়ার আগে তাঁকে ফোন করে TMC এবং BJP-র নাম করে নাটকের বিষয়বস্তু জানতে চাওয়া হয়। এরপরেই নাটকের শো বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram