WB Election 2021: মা-প্রেমিকা তৃণমূলে, চমক দিয়ে বিজেপিতে অভিনেতা বনি সেনগুপ্ত

Continues below advertisement

ফের পদ্মে তারকা-যোগ। বিজেপিতে যোগ দিলেন (BJP) অভিনেতা বনি সেনগুপ্ত। যোগ দিলেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও। গেরুয়া শিবিরে যোগ দিলেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। অন্যদিকে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, "২১ বছর কাজ করেও তৃণমূল সৌজন্য দেখায়নি। বিজেপিতে একজন কর্মী হিসেবে কাজ করব।" এদিন বিজেপিতে যোগ দিলেন গৌরীশঙ্কর দত্তের ছেলেও। এছাড়া গেরুয়া শিবিরে নাম লেখালেন হাওড়া পুরসভার মেয়র পারিষদ সদস্যে, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য এবং পানিহাটি পুরসভার প্রশাসকমণ্ডলীর ২ সদস্যের। অন্যদিকে দেবানন্দ শর্মাও যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডলও যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল যুব কংগ্রেসের সাধরণ সম্পাদক নদিয়া জেলার রাজা রায়চৌধুরীও যোগ দেন বিজেপিতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram