WB Election 2021 Candidate List: খেলা হবে, দেখা হবে, জেতা হবে : মমতা
আজ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, পাহাড়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস। পাহাড়ের ৩টি আসনে বন্ধুরা লড়াই করবে। এবারের ভোটে তৃণমূলের ৫০জন মহিলা প্রার্থী। তফশিলি জাতি ৭৯, উপজাতি প্রার্থী ১৭। ৮০ ঊর্ধ্বে কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না।" বৈঠকে তিনি জানান, "একসঙ্গে কাজ করা অনেককেই টিকিট দেওয়া যাচ্ছে না। যাঁরা টিকিট পাচ্ছেন না, তাঁদের বিধান পরিষদে জায়গা। বিধান পরিষদ তৈরি করে তাঁদের জায়গা দেওয়া হবে। বিধান পরিষদে যাবেন অমিত মিত্র, পূর্ণেন্দু বস। নন্দীগ্রামেই লড়ব আমি। আমি কথা দিলে, সেই কথা রাখি। ভবানীপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাশিস কুমার। বেলগাছিয়ায় প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ।" লাভলি মৈত্র প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণে। উত্তরপাড়া কেন্দ্রে কাঞ্চন মল্লিক। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শিবপুরে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা। মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।