WB Election 2021: 'দিদির হাত শক্ত করে ধরুন', প্রার্থী হয়ে বার্তা জুনের

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকায় (Candidate list) তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মাল্যর মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। মেদিনীপুর সদরে প্রার্থী হয়েছেন জুন মাল্য (June Malia)। তিনি বলেন, মেদিনীপুরেই তাঁর জন্ম, সেখানে প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ। ‘আমি সেখানে গিয়ে সবার সঙ্গে কাজ করব। দিদিও নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন, তাই আরও ভালো লাগছে। সকলের কাছে আমার আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন। সবাই মিলে দিদির হাত শক্ত করে ধরুন।’- জানান জুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অনেক উন্নতি করেছে, আগামী দিনেও করবেন বলে দাবি জুন মাল্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram