WB Election 2021: এরা মধ্যযুগীয় কট্টরপন্থী জায়গায় নিতে চাইছে বাংলার সমাজকে, বজরঙ্গ দলের পোস্টার সম্বন্ধে প্রতিক্রিয়া কুণালের

Continues below advertisement

উত্তরপাড়ায় বজরঙ্গ দলের নাম করে হুমকি পোস্টার। সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে নয়। পাশ্চাত্য সংস্কৃতি মানা হবে না। সরস্বতী পুজোয় যুগলে ঘুরতে দেখলে ব্যবস্থা। ক্ষমতায় এলে সংস্কৃতি বদল হবে। বজরঙ্গ দলের নাম করে এমনই হুমকি পোস্টার পড়েছে।

এই নিয়ে তৃণমূল নেতা (TMC) সৌগত রায় (Saugata Roy) বলেন, "এগুলো ওদের দিবাস্বপ্ন। ওরা কোনওদিনই ক্ষমতায় আসবে না। সরস্বতী পুজোয় সবাই ঘুরবে এতে অন্যায়ের কিছু নেই। বিজেপির এই কথার কোনও গুরুত্ব কেউ দেবে না।" এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "বিজেপির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এরা মধ্যযুগীয় কট্টরপন্থী জায়গায় নিতে চাইছে বাংলার সমাজকে। এর থেকে বোঝা যায় এরা সাম্প্রদায়িক সম্প্রীতির বারোটা বাজাচ্ছে তাই নয়, কে কী খাবে, কে কী করবে, কে কার সঙ্গে ঘুরবে এগুলোর মধ্যে মাতব্বরী করার জায়গায় যাচ্ছে। এটা একটা সর্ব্বনাশা ইঙ্গিত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram