WB Election 2021: BJP-র বারাসাতে প্রার্থী কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী ?

Continues below advertisement

বারাসাত কেন্দ্রে বিজেপির (BJP) হয়ে প্রার্থী হতে পারেন মৌসুমী কয়াল (Mousumi Kayal), খবর বিজেপি সূত্রে। মৌসুমী কয়াল কামদুনি (Kamduni) কাণ্ডে আন্দোলনকারী। তাঁর সঙ্গে প্রার্থী হওয়ার বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে মৌসুমী বলেন, আগেও প্রস্তাব পেয়েছিলেন, এবারও পেয়েছেন। তবে প্রার্থী হওয়াটা বড় বিষয় নয়। তিনি বলেন, ‘মানুষের জন্য আগেও লড়াই করেছি, সুযোগ পেলে করব’। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা স্পষ্টভাবে বললেন না তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram