WB Election 2021: 'শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই সরকার', তোপ শমীকের

আজ সাংবাদিক বৈঠক করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattachraya)। তিনি বলেন, "বহু ছাত্র-ছাত্রী আমাদের কাছে এসে অভিযোগ করছেন যে আনট্রেন্ডরা চাকরি পেয়েছেন কিন্তু যাঁরা ট্রেন্ড তাঁরা চাকরি পাননি। কীসের ভিত্তিতে তাঁরা এই তালিকা তৈরি করল? তার সম্পূর্ণ ফল প্রকাশ করতে হবে। বারবার আশ্বাস দিয়ে ঘটনাগুলি এড়িয়ে যাওয়া হচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টায় কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজস্ট্রিট থেকে সমস্ত প্যারা টিচার, অস্থায়ী টিচারকে নিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল বেলা ১২টার সময় শুরু হবে। ধর্মতলা পর্যন্ত যাবে। এই সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে প্রতিষ্ঠা করেছে তাই নয়, এই সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola