WB Election 2021 Voting: 'বাহিনীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, আত্মরক্ষার্থেই গুলি', শীতলকুচি-কাণ্ডে রিপোর্ট গেল বিবেক দুবের কাছে

Continues below advertisement

শীতলকুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি। জোড় পাটকিতে গুলি, মৃত পাঁচ। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সেন্ট্রাল আর্মড ফোর্স গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় জানিয়ে দিল কমিশন। কমিশনকে ঘটনার জবাব দিতে হবে বলে দাবি করেছে তৃণমূল। বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা হয়েছে। অভিযোগ বিজেপি (BJP) প্রার্থী নিশীথ প্রামাণিকের।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে একদল আর এক দলকে ভোট দিতে বাধা দিচ্ছিল। সেখানে কিউ আরটি টিম পৌঁছায়। কিউ আরটি টিম ঝামেলা নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু হঠাৎ দেখা যায় সেখানে ১০০ জনের বেশি লোক জমা হয়ে যায় ও পোলিং স্টেশনে যায়। পোলিং অফিসারদের মারধর করে। হোমগার্ডকে মারধর করে। কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। নিজেদের আত্মরক্ষার সমর্থনে সিআরপিএফ গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram