WB Election 2021 Voting: শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত চার, কান্নার রোল গোটা এলাকায়
শীতলকুচির (Sitalkuchi) জোড় পাটকিতে ভোটের দিন বুথের বাইরে চলল গুলি। প্রত্যক্ষদর্শীর দাবি, মোট ৮ জনের গুলি লেগেছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে ৪ জন তাদের কর্মী বলে দাবি করে তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে আনন্দ বর্মণ নামে এক বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। হাসপাতালের সামনে ভিড় করেছেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ‘বিজেপির দালালি করছে সিআরপিএফ (CRPF)।’ ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)।
Tags :
Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda WB Elections With ABP Ananda North Bengal CRPF Cooch Behar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Italkuchi Clah