WB Election 2021 Voting: অশান্ত শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনী-পুলিশের বিরুদ্ধেই মারধরের অভিযোগ গ্রামবাসীদের

Continues below advertisement

৫ম দফার ভোটের দিন সকাল থেকেই অশান্ত নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur)। তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে গ্রামের ভিতর ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির (BJP) পোলিং এজেন্টকে বুথে না দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে বাহিনী ও পুলিশ। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের উপর অত্যাচার করছে এবং লাঠি দিয়ে মারার ভয় দেখাচ্ছে। কোনও দলের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram